• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্রকাশ হলো দুই ভাইয়ের দুইটি বই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৪:২২ পিএম
প্রকাশ হলো দুই ভাইয়ের দুইটি বই

লেখক সুরজিৎ রায় মজুমদারের অনুবাদগ্রন্থ ‘কানাডার কবিতা’ এবং লেখক ও গবেষক সত্যজিৎ রায় মজুমদারের স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘বিম্বিত কালের বয়ান’-এর প্রকাশনা অনুষ্ঠান করা হয়েছে।

শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার কক্ষে এ আয়োজন করে নদী বিষয়ক সংগঠন ‘রিভার বাংলা’।

সত্যজিৎ রায় মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিভার বাংলা-সম্পাদক ফয়সাল আহমেদ।

বই নিয়ে আলোচনায় কথাশিল্পী মনি হায়দার বলেন, “দুই ভাইয়ের দুটি বই একই সঙ্গে প্রকাশ হচ্ছে, সেটি একটি দারুণ বিষয়। সত্যজিৎ রায় মজুমদার তার বইটিতে শৈশব থেকে তার স্মৃতিগুলো তুলে এনেছেন।”

লেখক ও অনুবাদক ফারুক মঈনুদ্দিন বলেন, “‘বিম্বিত কালের বয়ান’ বইটিতে খুলনায় লেখকের কাটানো সময়ের কথা উল্লেখ রয়েছে। খুলনায় বেশ কয়েক বছর কাটানোর স্মৃতি থাকায় বইটি আমাকে স্মৃতিকাতর করে তুলেছিল।”

কবি সৈকত হাবিব বলেন, “অভিবাসীদের কারণে কানাডার বৈচিত্র্য অনেক বেশি। কানাডার কবিতা বইটি অনুবাদে অনেক শ্রম দেওয়া হয়েছে। তবে ইতিহাস বলার ক্ষেত্রে রেড ইন্ডিয়ানদের অংশটি বাদ পড়ে গেছে, সেটি অন্তর্ভুক্ত হলে আরও ভালো হতো।”

নদী বিশেষজ্ঞ মোহাম্মদ এজাজ বলেন, “কানাডার সাহিত্য জানা মানে কিন্তু তাদের ইতিহাসটিও জানা। সেদিক থেকে দেখলে এই বিষয়টি অনেক বেশি তাৎপর্যপূর্ণ। মুক্তিযুদ্ধের সময়ে দেশে এক হাজার তিনশর মতো নদী ছিল, এখন আছে সাতশর কিছু বেশি। একটা সময় আসবে যখন আমাদের পরবর্তী প্রজন্মকে নদীর গল্প শোনাতে হবে।”

সুরজিৎ রায় মজুমদার বলেন, “কানাডার কবিতা কী ধরনের কবিতা পড়া হয়, সেটি পাঠককে জানানোর জন্যই এই প্রকাশনা। আশা করি, একাডেমিকের বাইরেও সাধারণ পাঠকদের আগ্রহ টানতে সক্ষম হবে।”

অনুষ্ঠানে ‘কানাডার কবিতা’ বই থেকে কবিতা পাঠ করেন আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম ও ঋতু শ্রী ঘোষ।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!